নেশাগ্রস্ত যুবকের অভিযোগ আর কে পুর থানায়। অভিযোগ তার সহকর্মী পরিজন তার টাকা পয়সা চুরি নিয়ে যায়। একই সাথে দুজন মিলে নেশা সেবন করেছিল। কিন্তু নেশা সমান করার পর দেখতে পাই তার টাকা পয়সা নিয়ে যায় তারই পরিজন। তাই নেশাগ্রস্থ অবস্থায় থানাতে অভিযোগ করেন তার টাকা পয়সা যেন ফিরিয়ে দেওয়া জন্য।