গাড়িতে লেখা রয়েছে পুলিশ আর সেই গাড়ি নিয়েই ডাকাতির ছক ময়ূরেশ্বরে। গাড়ির সামনে বড় বড় করে লেখা রয়েছে পুলিশ, আর সেই পুলিশ বোর্ড লাগিয়ে অত্যন্ত দ্রুত গতিতে ময়ূরেশ্বর থানা এলাকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এক সাদা স্করপিও গাড়ি। আর সেই গাড়ি থেকেই কি উদ্ধার হয়েছে জানেন? শুনলে আপনিও হয়তো চমকে উঠবেন। এই পুলিশ লেখা গাড়ি দেখলেই ছত্রভঙ্গ হয় অসাধু ব্যক্তিদের। তবে সেই পুলিশ লেখা গাড়ির মধ্যেই যদি থাকে মারন যন্ত্র,তাহলে বিষয়টি কেমন হতে পারে ভাবতে পারছেন।