মুর্শিদাবাদ, ২৪ আগস্ট: ইতিহাস ও ঐতিহ্যের আঁতুরঘর মুর্শিদাবাদে আবারও জাগরিত হলো নবাবি আমলের এক প্রাচীন চাষপদ্ধতি— মুক্ত চাষ। দীর্ঘদিন আগেই বিলীন হয়ে যাওয়া এই ঐতিহ্যকে নতুনভাবে জীবন্ত করে তুলেছেন ভগবানগোলার যুবক আসেম শেখ। তিনি বিশ্বাস করেন, এই মুক্ত চাষ একদিকে যেমন নবাবি ঐতিহ্যকে রক্ষা করবে, অন্যদিকে বেকার যুবক-যুবতীদের জন্য তৈরি করবে নতুন কর্মসংস্থানের পথ। আসেম শেখ জানান, নবাব নাজিমদের আমলে “মুক্ত চাষ” বা “মতি চাষ” বিশেষ জনপ্রিয় ছিল। মতিঝিলের মতো ঐতিহাস