কিলকোট চা বাগানে একটি বাড়িতে ঢুকে ছাগল তুলে নিয়ে গেল চিতা বাঘ। যদিও ওই সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে ছাগলটিকে রেখে পালিয়ে যায় চিতাটি। জানা যায়, এদিন ভোরে বাগানের ৫ নম্বর লাইনের বাসু ওরাওঁ এর বাড়ির মধ্যে ঢুকে পড়ে একটি চিতা বাঘ। ছাগলের ঘরের টিনের বেড়া ভেঙ্গে চিতাবাঘটি একটি ছাগলকে ধরে। ছাগলের চিৎকার শুনে বাড়ির লোকজন টের পেয়েছে দেখে চিতা বাঘটি একটি ছাগলকে গলায় ধরে নিয়ে যাচ্ছিল।