ভাতারের কালুকতাক গ্রামের ১৭১ নম্বর আইসিডি সেন্টারের খবর প্রকাশ হতেই তড়িঘড়ি পরিদর্শনে পঞ্চায়েতের প্রতিনিধি দল। মঙ্গলবার 12 টা চল্লিশ মিনিটে প্রতিনিধি দলের এক সদস্য জানান আগামী দিনে এই সমস্যা ঘটবে না। পূর্ব বর্ধমান জেলার ভাতারের কালুকতাক গ্রামে গতকাল ১৭১ নম্বর আই,সি,ডি,এস সেন্টারে বাচ্চাদের কেবলমাত্র ভাত দিয়েছিলো, কোন ডিম বা তরকারি দেয়নি এই অভিযোগে এলাকার মহিলারা ক্ষোভ দেখান সেন্টারের সামনে।