গন্তব্যে যাওয়ার সময় একটি খালি ট্রাক্টর উল্টে গিয়ে ইঞ্জিনের তলায় চাপা পড়ে চালক সহ গুরুতর আহত হল দুজন যুবক । আজ সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া 2 নম্বর ব্লকের পিররা অঞ্চলের পাথরডি এলাকায় । ক্রেন দিয়ে ট্রাক্টরের ইঞ্জিন উপরে তুলে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।