দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের তপন লাহা পাড়া এলাকায় সাপের কামড়ে মৃত্যু হল গীতা লাহা নামে ৭২ বছরের এক বৃদ্ধার। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে হঠাৎই সাপ ওই মহিলাকে কামড় দেয়। এরপর পরিবারের লোকেরা দ্রুত তাকে উদ্ধার করে তপন গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে কালদিঘি হাসপাতালে রেফার করা হয়। তবে কালদিঘি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।