রাজ্যজুড়ে শুরু হয়েছে মিডিয়েশান মাধ্যমে মামলা নিষ্পত্তি। জুলাই১তারিখ থেকে শুরু হয়েছে চলবে৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া।মিডিয়েশান মামলা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় হলদিয়া বার এসোসিয়েশনে লাইব্রেরীতে। মিডিয়েশান মামলা নিয়ে আলোচনা করেন শনিবার দুপুর ২টা নাগাদ হাইকোর্টের বিচারক সৌমেন সেন,এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জাজ,ADG হলদিয়া সত্যজিৎ মাইতি,DLSA সেক্রেটারি সুদিপা ঘোষ, হলদিয়া বার এসোসিয়েশনের সেক্রেটারি বিমল মাঝি সহ অন্যান্যরা।