জংশন জিআরপি-র টিম কাঞ্চনকন্যা ট্রেনের এসি বগি থেকে দুই জনকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তের নাম অনুপ প্রমাণিক (৩৭) ও সুকেন পরাই (৪০)। দু’জনেই হুগলির বাসিন্দা।তল্লাশির সময় তাদের ব্যাগ থেকে মোট ১২.৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, দুই অভিযুক্তের কাছে বিড়পাড়া জলগাঁও থেকে বর্ধমানগামী ট্রেনের টিকিট পাওয়া গিয়েছে। এতে জিআরপি-র ধারণা, তারা জলগাঁও থেকে বর্ধমান গাঁজা পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। আজ ধৃতদের আদালতে পাঠানো হবে।