পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 ব্লকের পচেট ৪ নম্বর গ্রাম পঞ্চায়েতের পুরুষোত্তমপুর গ্রাম সভা কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে জয়ী হল তৃণমূল কংগ্রেস এই সমিতিতে মোট আসন ছিল বারটি বারোটি আসনে বিজেপিকে শূন্য করে জয়ী হলো তৃণমূল কংগ্রেস মোট ভোটার ছিল এক হাজার দশ জন ভোটারদের ব্যাপক সমর্থন নিয়ে তৃণমূলের প্রার্থীরা ছিনিয়ে নেয় |