তমলুকের মানিকতলাতে জেলা প্রাথমিক DI অফিসে ডেপুটেশন দিল government unaded school organization। মূলত পূর্ব মেদিনীপুর জেলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের নিজস্ব জমি বিল্ডিং ফায়ার সেফটি স্টাফদের স্কেল পিএফ গ্রাচুইটি প্রভৃতি শর্তাবলী শিথিল করে চালু বিদ্যালয়গুলি NOC দেওয়ার আবেদন জানিয়ে এই ডেপুটেশন দেওয়া হয়.ডিপ্রেশনে উপস্থিত ছিলেন সংগঠন জেলা সম্পাদক স্বপন কুমার ক্রমিক সভাপতি অশোক কুমার সামন্ত সহ অন্যান্য সংগঠনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এবং স্কুল শিক্ষকরা