আমন ধান এবং ভুট্টা চাষের ক্ষেত্রে যে সমস্ত চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তেমন ব্যক্তিদের সরকারি ক্ষতিপূরণের জন্য আজ থেকে শস্য বিমার আবেদন পত্র বিলি শুরু হল পুরুলিয়া দু নম্বর ব্লক কৃষি দপ্তরের হাতুয়াড়া অফিসে । আজ প্রায় ৫০ জন চাষীকে এই আবেদনপত্র তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন ব্লক কৃষি দপ্তরের ADA