আদিবাসি শিক্ষক মৃত্যুর ঘটনায় বিজেপির তরফে ৬ ঘন্টার ডাকা ডেবরা বন্ধের সমর্থনে গতকাল মিছিল করেছিলেন বিজেপি নেতৃত্বরা। ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তনময় দাস সহ প্রায় ১২ জনকে গতকালই আটক করেছিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। আটক করে তাদের এনে রাখা হয়েছিল মেদিনীপুর কোতোয়ালি থানায়। আজ শনিবার ধৃতদের নেওয়া হলো আদালতে। এদিন বেলা প্রায় সাড়ে এগারোটা নাগাদ মেদিনীপুর কোতোয়ালি থানা থেকে প্রীজন ভ্যানে তুলে কোটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হল তাদের।