রায়গঞ্জের দেবীনগর এলাকায় পথ দুর্ঘটনায় আহত এক যুবকের মৃত্যু রায়গঞ্জ মেডিকেলে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন ২২ বছরের অর্জুন সরকার। রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলে অভিযোগ অনুযায়ী সময়মতো চিকিৎসা মেলেনি এবং ঘন্টা দুয়েক পরেই তার মৃত্যু হয়। মৃতের পরিবার থানায় ও মেডিকেল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।