কুলটি - কুলটি থানার সাকতোড়িয়া ফাঁড়িতে কেক কেটে এবং ফুটবল বিতরণ করে পুলিশ দিবস উদযাপন আজ পুলিশ দিবস উপলক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কুলটি থানার সাকতোড়িয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত অধিকারীক শেখ রিয়াজুদ্দিনের উদ্যোগে এলাকার ৫০টি ক্লাবের সদস্যদের হাতে ৫০টি ফুটবল তুলে দেওয়া হলো এক অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য নেতা উজ্জ্বল চেটার্জি, তৃণমূল সংখ্যা লঘুর নেতা আমজাদ আনসারী, স্থানীয় তৃণমূল নেতা সুবল চক্রবর্তী, দুলাল চক্র