শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠান বহরমপুরে সদর পশ্চিম চক্রের পরিচালনায় শিক্ষক দিবস ও বাৎসরিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সদর পশ্চিম চক্রের পরিচালনায় এই অনুষ্ঠান এবছর তৃতীয় বর্ষের পদার্পণ করেছে। সদর পশ্চিম চক্রের প্রায় 77 টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে। এদিনের এই অনুষ্ঠানে প্রায় ১৪৫ জন শিল্পী অংশগ্রহণ করেন তাদের গান নৃত্য কবিতা আবৃত্তির সম্ভার নিয়ে । সদর পশ্চিম চক্রের অপর বিদ্যালয় পরিদর