মুর্শিদাবাদের উপদ্রুত এলাকা পরিদর্শনে এলেন জাতীয় মহিলা কমিশনের টিম। শুক্রবার সকালে বহরমপুর সার্কিট হাউসে এসে পৌঁছান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর সহ ৫ জনের টিম। এদিন তারা বহরমপুর সার্কিট হাউসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে হিংসা কবলিত এলাকা সামসেরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। শুক্রবার দুপুর প্রায় সাড়ে তিনটে নাগাদ বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হোন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার।