উদয়পুর বন্ধুয়ার এলাকায় আরিফ হোসেন নামে একটি ছোট্ট শিশু নিজ বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আহত হয়ে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। সংবাদের জানা যায় নিজ বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে হাত পুড়ে যায় আরিফ হোসেনের। প্রথমে উদয়পুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, এখানে প্রাথমিক চিকিৎসার পর জেলা হাসপাতালের রেফার করা হয়।