দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নোভা এলাকায় ১০০০ পিস শাড়ি ও এলাকার ৩০টি দুর্গাপুজো কমিটিকে আর্থিক অনুদান প্রদান করা হলো বুধবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ। পাশাপাশি লোবা আদিবাসী পাড়ার বিশেষ চাহিদা সম্পন্ন বাবু মান্ডিকে উপহার দেওয়া হয় যন্ত্রচালিত সাইকেল। সাংসদ শতাব্দী রায়ের হাত ধরে এই সামগ্রী ও অনুদান তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখার্জি, লোবা অঞ্চল সভাপতি পিনাকী চক্রবর্তী সহ অন্যান্যরা।