করিমপুর ২ নম্বর ব্লকের অধীন নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ ভারতীয় জনতা পার্টির সদস্যগ্রহণ অভিযান কার্যক্রম করল নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভারতের জনতা পার্টির কর্মী ও সমর্থকরা. এই সদস্য অভিযান কর্মসূচিতে আজ আনুমানিক বেলা দশটার দিকে উপস্থিত ছিলেন নদিয়া উত্তরের ভারতের জনতা পার্টির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস. তিনি সংবাদমাধ্যমকে জানায় অনেক মানুষই সদস