ফেসবুকে পরিচয়। তারপর শুরু হয়েছিল বন্ধুত্ব। এরপরই ওই গৃহবধূকে বিয়ের প্রস্তাব দেয় ফেসবুকে পরিচয় হওয়া যুবক। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই গৃহবধূকে উত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এমনকি শহরের ব্যস্ততম এলাক ওই গৃহবধূর ওড়না টেনে ধরার পাশাপাশি হাত ধরে টানাটানি করে অভিযুক্ত যুবক। এমনকি ওই মহিলাকে গ্যাং রেপ করার হুমকি দেওয়া হয়। এরপরই বৃহস্পতিবার বিকেলে বালুরঘাট থানায় দেবব্রত দাস (৩২) নামে ব ওই যুবকের নামে অভিযোগ করেন।