This browser does not support the video element.
গোসাবা: তৃনমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার EDর হাতে গ্রেফতার নিয়ে গোসাবায় তৃণমূলকে কটাক্ষ করলেন জয়নগর সাংগঠনিক জেলা BJPর মুখপাত্র
Gosaba, South Twenty Four Parganas | Aug 25, 2025
তৃনমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার EDর হাতে গ্রেফতার হওয়া নিয়ে গোসাবায় তৃণমূলকে কটাক্ষ করলেন জয়নগর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সঞ্জয় নায়েক সোমবার রাত ১১-৩০টায়।SSC নবম-দশম নিয়োগ-দুর্নীতি মামলায় সোমবার সকালেই তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বড়ঞার বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এরপর ম্যারাথন তল্লাশি শেষে এবার ফের জীবনকৃষ্ণকে গ্রেফতার করল ED. ব্যাঙ্কশাল আদালতে আনা হয় বড়ঞার তৃণমূল বিধায়ককে।