সাদা পোশাকের পুলিশের খবরের ভিত্তিতে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন শনি মন্দিরের পাশ থেকে মদ উদ্ধার এদিন দুপুর একটা নাগাদ এই মদগুলি আটক করে সাদা পোশাকের খবরের ভিত্তিতে মহিলা থানার পুলিশ। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুপুর আড়াইটা নাগাদ মহিলা থানার পুলিশ জানায়, প্রায় 57 বোতলের উপর ফরেন লিকার উদ্ধার হয়েছে।