আলিপুরদুয়ার হাসপাতালের বিভিন্ন দাবি নিয়ে পাঁচদিন ধরে আন্দোলন করছে কংগ্রেস।আলিপুরদুয়ার চৌপথিতে শুরু করা হয়েছিল আমরন অনশন।মঙ্গলবার পাঁচদিনের মাথায় ওই আমরণ অনশন উঠলো। এদিন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী কংগ্রেস কর্মীদের শারীরিক অবনতির কথা মাথায় রেখে অনশন তোলার আহ্বান করেন।