বুধবার সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত আমাদের পাড়া,আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হলো হাড়োয়া ব্লকের খাসবালান্দা পঞ্চায়েতের রায়খাঁ এফ পি স্কুলে।২৩৪ ২৩৭ এবং ২৩৮ নম্বর বুথ নিয়ে ক্যাম্প অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন হাড়োয়া বিধানসভার বিধায়ক সেখ রবিউল ইসলাম,হাড়োয়ার বিডিও অতনু ঘোষ, ইঞ্জিনিয়ার সঞ্জীব মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা মাহালি,শফিক আহমেদ ,মমতাজ বিবি,তরিকুল আলম সহ অন্যান্যরা