হাড়োয়া ব্লকের ধনপোতা বাজার এলাকায় শনিবার বিকেল তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সিপিআইএম -এর হাড়োয়া এরিয়া কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হল পথসভা। সারের মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হন উপস্থিত সিপিআইএম নেতৃত্ব।উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ইমতিয়াজ হোসেন, সিপিআইএম -এর হাড়োয়া এরিয়া হাড়োয়া এরিয়া কমিটির সম্পাদক আশিফ আলম সহ অন্যান্যরা।