রোদ উঠতেই ব্যস্ত হয়ে পড়লেন মাজদিয়ার মৃৎশিল্পীরা, শুরু হলো দিনরাত এক করে প্রতিমা গড়ার কাজ, অকাল বর্ষণের কারণে বিগত কয়েকদিন যাবৎ কপালে ভাঁজ পড়েছিল নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের মাজদিয়ার মৃৎশিল্পীদের কিন্তু রোদ উঠতেই মৃৎশিল্পীরা ব্যস্ত হয়ে পড়লেন প্রতিমা গড়া এবং রং করার কাজে, তাঁদের একটাই লক্ষ্য সঠিক সময়ে প্রতিমা ডেলিভারী দেওয়া আর আজ দুপুর ৩ টে নাগাদ মাজদিয়ার পূর্ণগঞ্জের সল্টলেক পাড়া এলাকা থেকে এক মৃৎশিল্পী আমাদের ক্যামেরার সামনে কি জানালেন শোনাবো আপন