ঝালদায় দেশি পিস্তলসহ যুবক গ্রেফতার | বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ পুলিশ সূত্রে জানা যায়. ঝালদার জারগো গ্রামে উদ্ধার হল দেশি পিস্তল। বুধবার গভীর রাতে ঝালদা-বাঘমুণ্ডি রাস্তায় জারগো মোড়ের কাছে টহলদারি পুলিশ সন্দেহজনকভাবে ঘুরে বেড়াতে দেখা এক যুবককে আটক করে। ধৃতের বাড়ি জারগো গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, ডাকা হলে তিনি প্রথমে পালানোর চেষ্টা করেন। এতে সন্দেহ বাড়লে পিছু ধাওয়া করে পুলিশ তাকে ধরে ফেলে। তল্লাশির সময় তার কাছ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার হয়, যদ