ফুল তুলতে গিয়ে পুকুরের জলে পড়ে গিয়ে ডুবে মৃত্যু হলো এক মহিলার।ঘটনাটি ঘটে শুক্রবার খানাকুলের অরুণ্ডা এলাকায়।মৃতার নাম তাপসী মন্ডল(38)।পরিবার সূত্রে জানা যায়,এদিন সকালে তাপসী দেবী স্নান করে বাড়ির সামনেই একটি পুকুর পাড়ের গাছে ফুল তুলতে গিয়েছিলেন।কোনো কারণ বসত তিনি পুকুরের জলে পড়ে ডুবে জান।স্থানীয়রা তাকে উদ্ধার করে খানাকুল হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ দেহ ময়নাতদন্তর জন্য আরামবাগ মেডিক্যালে পাঠায়।ঘটনায় শোকের ছায়া পরিবারে।