রবিবার কৃষ্ণনগর শহরে শুরু হলো গণেশ বিসর্জন।পুলিশি করা নিরাপত্তার মধ্যে দিয়ে এই বিসর্জন শুরু হয়।পাশাপাশি কৃষ্ণনগর শহরের রাজপথ দিয়ে শোভাযাত্রার মাধ্যমে গণেশ বিসর্জন নিয়ে যায় কদমতলা ঘাট পর্যন্ত।কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণেই রাখা হয়েছে করা নিরাপত্তা।