রবিবার সকাল ১০ টার সময় থেকে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে, তেহট্ট দীন বন্ধু মিত্র মঞ্চে শুরু হল ছিটকা লীলা মজুমদার বহুমুখী সংঘ সমবায় প্রাইমারী কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচন । সংঘ সমবায়ের নির্বাচন সকাল ১০ টার সময় থেকে শুরু হযেছে চলবে বিকেল ৪ টের সময় পযর্ন্ত।