রাস্তায় দৌড়িয়ে এক ব্যবসায়ীকে এলোপাথারি ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনায় সামনে আসে পুখুরিয়া থানার চৌদুয়ার এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করার পর মঙ্গলবার চাচল মহকুমা আদালতে পাঠালো। যারা গেছে ধৃত ব্যক্তির স্ত্রীর সাথে আক্রান্ত ঐ ব্যবসায়ীর একটি অবৈধ সম্পর্ক ছিল আর এই নিয়ে সোমবার তার উপরে প্রাণঘাতী হামলা করে অভিযুক্ত। তবে ওই ব্যবসায়ী আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবারই অভিযুক্তকে গ্রেফতার করার পর আজ আদালতে।