Basanti, South Twenty Four Parganas | Aug 30, 2025
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা নারায়নতলা রামকৃষ্ণ বিদ্যামন্দিরে আজ অষ্টম শ্রেণির ছাত্রী দের #কন্যাশ্রী_ক্লাবের অন্তর্ভুক্ত করা হল। শনিবার ১২ টার সময় সেই সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার কর মহাশয়ের নির্দেশ মতো এক অভিনব উদ্যোগের শুভ সূচনা ঘটলো। একটি Secret_Complain_Box"বিদ্যালয়ের ছাত্রী দের জন্য রাখা হল যেখানে যে কোনো ছাত্রী যে কোনো সময় নিজের সমস্যা (শারীরিক, মানসিক) শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী বহিরাগত বা বিদ্যালয়ে পাঠরত শিক্ষার্থীদের যে কোনো বি