কুমারগঞ্জে ভুয়ো ভোটার ইস্যুতে সরব হল বিজেপি। সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করে জেলা সভাপতি স্বরূপ চৌধুরী অভিযোগ করেন, কুমারগঞ্জ ব্লকের একাধিক এলাকায় বাংলাদেশের দিনাজপুর থেকে আসা বহু নাগরিক ভুয়ো পরিচয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। তিনি জানান, এভাবে ভুয়ো ভোটার বেড়ে চলায় গণতান্ত্রিক প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ছে। অবিলম্বে এদের শনাক্ত করে নাম বাদ দেওয়া এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে।