হাওড়ার ডোমজুড়ের বিভিন্ন জায়গায় বিশ্ব নবীদিবস পালনে এই একটুকরো শান্তির বার্তা ফুটে উঠলো। সেই সম্প্রীতির বাতাবরন ফুটে উঠলো এই বিশ্ব নবী দিবস পালনে। হাওড়ার ডোমজুড়ের বানিয়ারা অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্ব নবী দিবস। এখানে মোট কয়েক হাজার মানুষ মিছিলে সামিল হয়। প্রায় দু কিলোমিটার মিছিলে মানুষ অংশগ্রহণ করে । উপস্থিত ছিলেন বেগড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশীষ দাস, জগৎবল্লভপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবীর চ্যাটার্জী । এই মিছিলের সমস্ত পরিকল্পনা মুকুল মোল্লা