ভাবতা এলাকায় শ্বশুরবাড়িতে নারকেল গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর ভাবে জখম এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম আজিজুল হক। তার বাড়ি বেলডাঙ্গা থানা এলাকায়। জানা যায় ওই ব্যক্তি তার শ্বশুরবাড়িতে ঘুরতে এসেছিল আর সেখানেই নারকেল গাছে উঠে বৃহস্পতিবার বিকেল নাগাদ নারকেল গাছ থেকে পড়ে যায় সে। ঘটনায় গুরুতর ভাবে জখম হয় ওই ব্যক্তি। পরিবারের লোক এই ঘটনা দেখে তাকে তরিঘরি উদ্ধার করে নিয়ে এসে ভর্তি করে বহরমপুর MMCH-এ বৃহস্পতিবার রাত্রি প্রায় আটটা নাগাদ।