বন্যার প্লাবিত ভূতনির বিস্তীর্ণ এলাকা গুলিতে লাগাতার ভাবে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। কেশর পুরে রান্না করা খিচুড়ি পৌছলে বন্যা দুর্গত পরিবারের সদস্যরা ছোট থেকে বড় বাসনপত্র নিয়ে হাজির হন এবং সেই খিচুড়ি গ্রহণ করছেন। যেমনি দিচ্ছেন তেমনি এই খাবার খেয়ে বেঁচে আছেন এমনটাই বলছেন তারা। সবকিছুই গঙ্গার ভাঙ্গনে চলে গেছে কোন কিছুই নেই। এই পরিবারগুলি চোখে জল নিয়ে চাইছেন ভাঙ্গন রোধের পাকাপাকি সঠিকভাবে কাজ হোক। প্রতিবছরের সেই আতঙ্ক দূর হোক।