অটো দুর্ঘটনায় মৃত্যু এক যাত্রীর ঘটনা খেদাছড়া থানাধীন মনাছড়া ব্রিজের কাছে। মৃত যুবকের নাম প্রমিস রিয়াং (৩৩) বাড়ি খেদাছড়া চন্দ্র কুমার পাড়ায়। মৃত যুবক দামছড়ায় পেট্রোল নিতে এসেছিল। অটো করে বাড়ি ফেরার পথে রাস্তায় দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে আসা হয় ধর্মনগরে জেলা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় শোকের ছায়া বিরাজ করছে মৃতের পরিবারে।