Download Now Banner

This browser does not support the video element.

কলকাতা: সপ্তমীর রাতে যতই গড়াল সময় ততই ভিড়- শহর কলকাতায় সপ্তমীর জনসমাগমে রেকর্ড

Kolkata, Kolkata | Sep 29, 2025
সপ্তমীর রাতে যতই গড়াল সময়, ততই ভিড় — সপ্তমীর জনসমাগমে রেকর্ড। সপ্তমী তিথি মানেই দুর্গোৎসবের ভিড়ের চূড়ান্ত রূপ। এ বছরও তার ব্যতিক্রম ঘটল না। দিনভর মণ্ডপে মানুষের ঢল নামলেও রাত যত গড়িয়েছে, ততই জনসমাগম বেড়েছে। গভীর রাতেও শহরের প্রায় সব পুজোমণ্ডপে উপচে পড়া ভিড় সামলাতে নাজেহাল হয়েছে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। শহরের জনপ্রিয় প্যান্ডেলগুলিতে সন্ধ্যার পর থেকেই লাইন দীর্ঘ হতে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই লাইন আরও লম্বা হয়েছে।।
Read More News
T & CPrivacy PolicyContact Us