৩১ নম্বর জাতীয় সড়কের চেপানী চৌপথী সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাছের গাড়ি উল্টে গেল জাতীয় সড়ক থেকে কম করে ৫০ ফুট দূরে এমনটাই জানা গেছে শামুকতলা রোড পুলিশ ফাঁড়ির পুলিশের কাছ থেকে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা নাগাদ। পুলিশ সূত্রে জানা গেছে বেলা আড়াইটা নাগাদ শিলিগুড়ি থেকে গোহাটি যাবার পথে ৩১ নম্বর জাতীয় সড়কের জাপানি চৌপতি সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাছের গাড়ী জাতীয় সড়কের পাশে থাকা ধানক্ষেত সংলগ্ন এলাকায় পড়ে যায়।