কৃষ্ণনগরে দিনে দুপুরে বাড়িতে ঢুকে খুন, গত সোমবার কৃষ্ণনগরের মানিকপাড়ায় ঈশিতা মল্লিক নামে এক কলেজ ছাত্রীকে বাড়িতে ঢুকে গুলি করে খুন করে দেবরাজ সিং নামে এক যুবক। আর এই ঘটনাই ইতিমধ্যে রাজ্যজুড়ে তোলপাড়। রাজ্যে একের পর এক খুন আর ধর্ষণের ঘটনা। এর মধ্যে নদীয়া জেলায় গত জুনমাসে উপনির্বাচনের ফল ঘোষণার দিন খুন হয় ন বছরের তামান্না। জেলা ও রাজ্যজুড়ে বেআইনি অস্ত্রের রমরমা। এই প্রসঙ্গে জেলার আইনশৃঙ্খলা নিয়ে কি বললেন পলাশীপাড়া থেকে সিপিএমের এরিয়া সম্পাদক!