সাধারণ মানুষের স্বার্থে আইআইটি খড়্গপুর উন্নতমানের বিজ্ঞান কেই সহজ প্রযুক্তির মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। বিশেষত স্বাস্থ্য ক্ষেত্রে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে মেদিনীপুর,খড়্গপুর সহ জেলাবাসী উপকৃত হবেন। দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন আইআইটি খড়্গপুরের নবনিযুক্ত ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী।