স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) ফেজ-II এর অগ্রগতি সংক্রান্ত একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা শাসক রজত পান্ত, খোয়াইয়ের মহাকুমা শাসক নির্মল কুমার, খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসক অভেদানন্দ বৈদ্য। জেলায় SBM-G ফেজ-II এর চলমান বাস্তবায়ন এবং অগ্রগতি পর্যালোচনা করার উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়।