বার্নপুরের নেতাজি স্পোটিং ক্লাবে মেডিকেল হেলথ ক্যাম্প CISF এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের শিল্প শহর বার্নপুর কারখানা বা বার্নপুর সেল isp কারখানার CISF ইউনিটের উদ্যোগে আজ সকাল থেকে বার্নপুরের নেতাজি স্পোর্টিং ক্লাবে যেখানে স্থানীয় এলাকার মানুষ তথা cisf জোওয়ানরা নিজের স্বাস্থ্য পরীক্ষা করার। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সাহযোগিতা করেন সামাজিক সংগঠন টাচ এর সাহযোগিতায় এই শিবির করা হয়। বিকাল ৪টা পর্যন্