মঙ্গলকোটের শিমুলিয়ায় বুধবার অনুষ্ঠিত হল “আমাদের পাড়া, আমাদের সমাধান” শিবির। এদিন আনুমানিক দুপুর ২টা নাগাদ ওই শিবির পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবী তথা মঙ্গলকোট ব্লক তৃণমূলের সভাপতি রামকেশব ভট্টাচার্য। প্রসঙ্গত, এই কর্মসূচির মাধ্যমে প্রত্যেক বুথ পিছু ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। সেই টাকায় কি ধরনের কাজ করা যাবে সেব্যাপারে স্থানীয় বাসিন্দাদের এদিন অবগত করেন রামকেশব ভট্টাচার্য।