পাঁচ দিন আগে শংকরপুর গ্রাম থেকে সাইকেলে করে রওনা দিয়েছে তিন যুবক কেদারনাথের উদ্দেশ্যে। আজ সেই তিন যুবক বেলা 11 টা নাগাদ পৌঁছেছে পুরুলিয়া মাগুরিয়া তে মাগুড়িয়ার চিত্র তুলে ধরা হয়েছে আজকের প্রতিবেদনে। তারা জানান পাঁচ দিন আগেশংকরপুর গ্রাম থেকে রওনা দিয়েছিল তিনজন যুবক সাইকেলে করে কেদারনাথের উদ্দেশ্যে।