দীর্ঘ ৯বছর পর সব জট কাটিয়ে অবশেষে আদালতের নির্দেশে আজ অর্থাৎ রবিবার রাজ্য জুড়ে শুরু হলো SSC মাধ্যমে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ এর পরীক্ষা।জানা গেছে, এই পরীক্ষায় রাজ্য জুড়ে ২৩,২১২ টি শূন্য পদে ৩১৯,০০০ হাজার পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নিয়েছে। সেই বীরভূমের লাভপুর শম্ভুনাথ কলেজের পরীক্ষা কেন্দ্রেও ১০০০ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে। এদিন কড়া নিরাপত্তার মধ্য দিয়েই সংশ্লিষ্ট কেন্দ্রে শুরু হয়েছে SSC পরীক্ষা।অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত রয়েছেন কী।