ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন স্বামী। এদিকে স্ত্রী এক যুবকের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন।বধূর শ্বশুরবাড়ির লোকজন দু’জনকে হাতেনাতে ধরে ফেলেন।তারপর তাদেরকে একটি ঘরে আটকে রাখা হয় বলেই অভিযোগ।আউশগ্রামের ভেদিয়ায় শনিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করতে গেলে পুলিশকেও বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ।বহু চেষ্টার পর পুলিশ ওই দু’জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।ঘটনায় এদিন আনুমানিক বিকাল সাড়ে ৪টা নাগাদ শোরগোল পড়ে যায়।