আগামী ২০ ই সেপ্টেম্বর, আদিবাসী কুড়মী সমাজের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে ১০০ স্থানে রেল অবরোধ করার। সংগঠনের বিভিন্ন স্তরে তারই চলছে প্রস্তুতি। সমাজের বিভিন্ন দাবির সঙ্গে মূল দাবি কুড়মী জাতিকে পুনরায় এস টি তালিকাভুক্ত করা, আর এই দাবিকে সামনে রেখেই এই রেল অবরোধ কর্মসূচি। সেই কর্মসূচিকে সফল করতে সমাজের বরাবাজার ব্লক কমিটির এক প্রস্তুতি সভা আয়োজিত হল বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় পুড়িহাঁসা গ্রামে