পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের কাশিপুর গ্রাম পঞ্চায়েতের যমুনা তে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শন করলেন মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও। সেদিন মহাকুমা শাসক মানুষের চাহিদা জানার চেষ্টা করেন এবং বিভিন্ন সমস্যা সমাধানের আশপাশ দেন। মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মিহির চন্দ, ঊষা ঘোরাই অন্যান্য রা।